ভ্যান-অটোর মুখোমুখি সংঘর্ষ: নিহত ৪, আহত ৪
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর গ্রামের মো. হায়দার আলীর ছেলে মো: রাশেদ (২০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরীফ আহমেদের স্ত্রী পলি আক্তার (২৬), সদর উপজেলার দিগপাইত এলাকার বাদশা মিয়ার মেয়ে ফারজানা (৩২) ও নারায়ণপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা মো. চান মিয়া। (৬২)।
স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে বারোটার দিকে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মেইন গেটের সামনে জামালপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী একটি কাভার্ড ভ্যানের সাথে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ নামে এক আরোহী। দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরও দুই জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেলেও দিগপাইত মোড় এলাকায় কাভার্ড ভ্যানটিকে আটক করে স্থানীয়রা।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা গেলেও ভ্যানটির চালক কৌশলে পালিয়ে গেছে।
(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)
