সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে বাগেরহাট জেলা যুবদল। 

আজ সোমবার দুপুরে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মো. সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের ১২টি ইউনিটের নেতাকর্মীরা শহরের স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বাগেরহাট সদর উপজেলা যুবদলের আহবায়ক মো. আবুল হাসান, পৌর যুবদলের আহবায়ক মো. সুমন পাইক, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক শেখ জিয়াউর রহমান জিয়া, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক মো. সাইফুল ইসলাম, শরণখোলা উপজেলা যুবদলের আহবায়ক মো. ইব্রাহিম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ চৌধরী, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, মোরেলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মো. সোহাগ হাওলাদার, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রাজু মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, চিতলমারীঢ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এস/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)