সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভার আড়াপাড়া আদিবাসী কল্যাণ সমিতি’র আয়োজনে সংস্থার নবগঠিত কার্য়করী কমিটির পরিচিতি ও মাদকের ব্যবহার রোধে সংগঠনের ভুমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকালে সাভারের আড়াপাড়া জমিদার বাড়ীর মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান। বিশেষ অতিখি ছিলেন সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর মোতাছিম বিল্লাহ, এইচডিডি”র প্রধান নির্বাহী সাংবাদিক সীমান্ত সিরাজ, বিশিষ্ট কবি ও সাংবাদিক মুহাম্মদ শামছুল হক বাবু, সাংবাদিক আব্দুল খালেক, বিডিসাস এর নির্বাহী পরিচালক মাহবুব বুল আলম খোকন প্রমুখ।
এছাড়াও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকের ব্যবহার রোধে সংগঠনের গুরুত্বপূর্ন ভুমিকার কথা উল্লেখ করেন। তারা বলেন মাদকের ব্যবহার রোধে সমাজের মানুষদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতাবোধ জাগ্রত করতে হবে। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ নজরদারী প্রয়োজন।
আড়াপাড়া আদিবাসী কল্যাণ সমিতি’র নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হলেন ববিতা কর্মকার, সহ সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র কর্মকার, সহ সাধারন সম্পাদক লিটন কর্মকার, কোষাধ্যক্ষ সোহাগী কর্মকার, সাংগঠনিক সম্পাদক করুন কর্শকার, প্রচার সম্পাদক রাজকুমার কর্মকার, দপ্তর সম্পাদক পরান চন্দ্র কর্মকার, কার্যকরী সদস্য অজিত চন্দ্র কর্মকার, সুদেব কর্মকার, ও সুমন কর্মকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়াপাড়া আদিবাসী কল্যাণ সমিতি’র সভাপতি ববিতা কর্মকার।
(টিজি/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)
