সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার সোনাপুর এলাকায় মধুমতি নদী সংযুক্ত তালতলা খালে পেতে রাখা এসব নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু এতথ্য নিশ্চিত করে আরো জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দিয়ে ছোটবড় সব ধরনের মাছ ধরা হয়। যা ভবিষ্যতে মাছের প্রজনন ও প্রজাতি টিকিয়ে রাখতে মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মৎস্য সম্পদ রক্ষায় ও মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য ভিভাগকে সাথে নিয়ে সোমবার দুপুরে উপজেলার তালতলা খালে পেতে রাখা ৪০০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। তবে, এসময়ে অবৈধ জাল ব্যবহারকারীদের আটক করা যায়নি।

(এস/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)