রাজন্য রুহানি, জামালপুর : জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা যুবদল।

আজ সোমবার দুপুরে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে শহরের স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যায় জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে ফুলবাড়িয়া এলাকায় অনুষ্ঠিত হয় আরেকটি আলোচনা সভা। সভা শেষে সেখান থেকে আরেকটি শোভাযাত্রা বের হয়।

সকালে, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু'র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আনোয়ারুজ্জামান লিটন, সদর উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, মেলান্দহ পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর প্রমুখ।

আলোচনা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

সন্ধ্যায় জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম সফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা যুবদলের সদস্য জাকির হোসেন জনি, ইমরান কায়সার, সাইফুল ইসলাম, রজি তালুকদার, মো. হীরা, সাদ্দাম হোসেন, সিদ্দিক বাবু, মাহামুদুর হাসান মানিক, মেহেদী হাসান ইলি, মাসুম মুল্লা প্রমুখ।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

(আরআর/এসপি/অক্টোবর ২৭, ২০২৫)