রূপক মুখার্জি, নড়াইল : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীক কোন প্রার্থীর ভাগ্যে জুটবে-এনিয়ে আলাপ-আলোচনা এখন তুঙ্গে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী ৮ জন হলেও আলোচনার শীর্ষে রয়েছেন দু'জন প্রার্থী।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , নির্বাচন কমিশন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

আর এই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ আসনে মনোনয়ন প্রত্যাশীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন।

নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ ছাড়াও বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন প্রার্থীরা।

নড়াইল-২ আসনে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষের মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। এ দুজনের মধ্যে কে পাবেন ধানের শীষের মনোনয়ন-তা এখনও পরিস্কার নয়। তবে এলাকায় এই দুজনকে নিয়ে আলাপ-আলোচনা তুঙ্গে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনে বিএনপির হাইকমান্ড থেকে মো. মনিরুল ইসলামকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং জোট থেকে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদকে বিএনপির হাইকমান্ড থেকে মাঠে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। যেখানে দুইটি উপজেলা, ২টি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। লোহাগড়া উপজেলার মধ্যে ১টি পৌরসভা ও ১২ টিইউনিয়ন এবং নড়াইল সদরের একাংশে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। নড়াইল ২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৫ হাজার ৭৫৭ জন।

নড়াইল-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৮ জন নেতা দৌড়ঝাঁপ শুরু করছেন।তাদের মধ্যে রয়েছেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. তুহিন মোল্যা, জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা সদস্য কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স, নড়াইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি আমেরিকা প্রবাসী এম জাকারিয়া মাহমুদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবদল নেতা এইচ এম রাশেদ।

এছাড়া গণ অধিকার পরিষদ থেকে লায়ন নূর ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার নড়াইল-২ আসনে প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

(আরএম/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)