ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ঈশ্বরদী প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলা কৃষি অফিসের সামনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মমিন।
উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬ হাজার ২৪০ জন কৃষকের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সরিষা, সূর্যমুখী, অড়হড়, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি, চীনা বাদাম বীজ বিতরণ করা হয়। কৃষকদের ২৮ মেট্রিক টন বীজ ও ১২০ মেট্রিক টন সার প্রদান করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) শিহাব উদ্দিন ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এখলাছুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
