দশানী নদীতে ভাসছিল শিশুর লাশ
রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীর পানিতে ভাসছিল ফাহিম মিয়া (৩) নামে এক শিশুর লাশ। খেলতে খেলতে সে সবার অগোচরে ওই নদীতে পড়েছে বলে স্থানীয়দের ধারণা।
আজ মঙ্গলবার সকালের দিকে মেরুরচর ইউনিয়নের আইরমারী মন্দিপাড়া এলাকার দশানী নদীতে ওই শিশুটি ভাসছিল। শিশু ফাহিম মিয়া ওই এলাকার লুৎফর রহমানের ছেলে।
প্রতিবেশীরা জানায়, নিহত শিশুর মা শিশুটিকে আশেপাশে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করছিল। পরে বাড়ির পাশে দশানী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, মা সাংসারিক কাজে ব্যস্ত থাকায় কোনো এক ফাঁকে সে নদীতে পড়ে যায়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(আরআর/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
