কাপাসিয়ায় ৮টি উপজেলার বয়স্কভাতা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৮টি উপজেলার বয়স্কভাতা উপকারভোগীদের তালিকার প্রথম পর্যায়ের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালালয়ের অতিরিক্ত পরিচালক আদিল মোত্তাকিন, গাজীপুরের উপ-পরিচালক মোঃ মতিয়ার রহমান, সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ট্যাগ অফিসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ্, উপজেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ১৩ হাজার ২'শ ৩৯ জন বয়স্কভাতা উপকারভোগী রয়েছে।
ইতিমধ্যে কাপাসিয়া, কড়িহাতা, সনমানিয়া, টোক, ঘাগটিয়া, দূর্গাপুর ইউনিয়নে আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়েছে। পর্য্যক্রমে উপজেলার ১১ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উপকারভোগীদের তথ্য হালনাগাদ করা হবে।
(এসকেডি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
