গোবিপ্রবি প্রশাসনের বর্ষপূর্তি: জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বর্তমান প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে “মিট দ্য প্রেস” শিরোনামে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম “মিট দ্য প্রেস” আয়োজন। অনুষ্ঠানে বিগত এক বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকাণ্ড ও সাফল্যের সারসংক্ষেপ তুলে ধরা হয়।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি। কারণ, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো জনগণের অর্থে চলে। আমাদের দায়িত্ব হলো সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা। দায়িত্ব নেওয়ার আগে এখানে জবাবদিহিতার তেমন কোনো ব্যবস্থা ছিল না। অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটি একসময় বিশৃঙ্খল অবস্থায় ছিল। আমরা সেখান থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট হয়েছি, এবং ভবিষ্যতেও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা গত এক বছরে গোবিপ্রবিকে দেশের একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছি। অনিয়ম ও দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠায় কাজ করছি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, এই বিশ্ববিদ্যালয়ে দেশের সব প্রান্তের শিক্ষার্থীরা পড়াশোনা করছে। তাদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এ জন্য সরকারের পাশাপাশি সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করছি।
২০২৪ সালের ২৮ অক্টোবর পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। দায়িত্বের এক বছর পূর্তিতে সকাল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এদিকে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, দপ্তর প্রধানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
