রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারী জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে গ্রিন কোয়ালিশন ও শ্যামনগরের সম্মিলিত যুব সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধন চলাকালে ‌‘চায়না দুয়ারি জাল বন্ধ করো’, ‘জলজ সম্পদ বাঁচাও, জেলের জীবন রক্ষা করো’, ‘দেশীয় মাছের বিলুপ্তি রোধ করো’ প্রভৃতি স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলা গ্রীন কোয়ালিশনের সদস্য আফজাল শেখ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ও বিএনপি নেতা সামিউল মনির, ইউপি সদস্য বীরেন্দ্র নাথ বিশ্বাস, কৃষক নেতা দেবীরনজন সরকার প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চায়না দুয়ারী জাল অত্যন্ত সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে ব্যাঙ, শামুক, ঝিনুকসহ প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। যা মৃত্যুর মুখে পতিত হয়। এছাড়া মাছের প্রজনন বাধাগ্রস্ত হয়। দেশীয় প্রজাতি বিলুপ্তি ঘটাচ্ছে। ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছে। শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার নদী, খাল ও বিলগুলোতে এই জালের অবাধ ব্যবহার জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা অবিলম্বে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে চায়না দুয়ারী জালসহ সব ক্ষতিকর বিদেশি জাল আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করা, অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত জেলেদের বিকল্প জীবিকা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করেন।

(আরকে/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)