আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিস্ফোরকদ্রব্য, মারামারি ও চুরিসহ সাত মামলার পলাতক আসামি বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে সুলভকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে থানায় বিস্ফোরকদ্রব্য আইন, মারামারি ও দুইটি চুরির মামলাসহ সাতটি মামলা রয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)