১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজন মোল্লাকে গ্রেপ্তার করেছে বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ। সে (রাজন) উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন-রাজন ঢাকায় বসবাসের সুবাধে সেখানে বসে মাদক ব্যবসা করতো। ঢাকার তেজগাঁও থানা পুলিশ চারশ’ বোতল ফেনসিডিলসহ রাজনকে গ্রেপ্তার করেছিলো। ওই মামলায় তাকে (রাজন) ১৪ বছরের সাজা দিয়েছেন আদালতের বিচারক। এরপর থেকে সে অত্মগোপনে ছিল।
ওসি আরও জানান, সম্প্রতি আগৈলঝাড়া থানায় রাজন মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন সিলেটে রাজনের অবস্থান নিশ্চিত করেন। এরপর গত ২৬ অক্টোবর দিবাগত রাতে সিলেটে অভিযান চালিয়ে রাজন মোল্লাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে ২৭ অক্টোবর বিকেলে আগৈলঝাড়া থানায় নিয়ে আসা হয়। পরে ওইদিনই তাকে (রাজন) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
