আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে হিন্দু পরিবারের জমি দখল করতে রাতের আধাঁরে প্রতিমাসহ মন্দির গায়েবের ঘটনায় সোমবার দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। নামোল্লিখিত আসামিরা হলো- সুন্দরদী গ্রামের মৃত নুর মোহাম্মদ মুন্সীর ছেলে মোস্তফা মুন্সী ও তার স্ত্রী রাজিয়া সুলতানা।

মামলার বাদী সুন্দরদী গ্রামের কেশব দাসের স্ত্রী স্বরসতি দাস অভিযোগ করে বলেন, আমাদের জমির ওপর রাধা-গোবিন্দ ও কালী মন্দির স্থাপন করে পূজার্চনা করে আসছিলাম। দীর্ঘদিন যাবত ওই জমির ওপর লোলুপ দৃস্টি পরে স্থানীয় ভূমিদস্যু মোস্তফা মুন্সী গংদের। জমি দখলের জন্য ইতোমধ্যে আমাদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দিয়েও মোস্তফা গংরা জমি দখলে ব্যর্থ হয়।

তিনি আরো বলেন, রোববার বিকেলে মন্দিরে পূজার্চনা করতে গেলে মোস্তফার স্ত্রী ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাঁধা প্রদান করে। পরবর্তীতে পূজা করতে না পেরেই মন্দির থেকে চলে আসি। সোমবার (২৭ অক্টোবর) সকালে মন্দিরে পূজা করতে গিয়ে দেখি ঘরসহ প্রতিমা গায়েব হয়ে গেছে।

অভিযোগ করে করে তিনি আরও বলেন, ভূমিদস্যু মোস্তফা ও তার স্ত্রী রাজিয়া তাদের এবং তাদের ভাড়াটিয়া লোকজন মিলে আমাদের জমি দখল করতে এই অপরাধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই নাঈমুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান আছে। পাশাপাশি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(বি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)