ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : নানা আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঈশ্বরদীতে
পালন করা হয়েছে। দলটির উপজেলা ও পৌর শাখা দিবসটি পালন উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করে ।

সোমবার প্রথমদিন সকালে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দ্বিতীয়দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে বের হয় বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাজারের ১নং গেটে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি। পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন-সম্পাদক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা মো. জাকারিয়া পিন্টু।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি আহসান হাবীব, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, বিএনপি নেতা বিষ্টু কুমার সরকার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান পাতা, যুগ্ন-আহবায়ক আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর তাঁতিদলের সভাপতি আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা টুটুল সরদার, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবু বকর সিদ্দিক বেল্টু, বিএনপি নেতা খোরশেদ আলম দিপু, সাবেক ছাত্রনেতা অহিদুজ্জামান মিন্টু, পৌরসভার সাবেক কাউন্সিলর ইলিয়াস খান এলবাস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম সাবু, সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম বাবলু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরক সরদার, যুগ্ন-আহ্বায়ক বাবু সরদার, যুগ্ন-আহ্বায়ক আখতারুজ্জামান কামোল, যুগ্ম-আহ্বায়ক আতিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক মাহমুদ হাসান সোনামনি, পৌর যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক একেএম সাজেদুজ্জামান জিতু, যুগ্ম-আহ্বায়ক রাশেদুল ইসলাম রিপন, রেজাউল হক মুকুল, আসাদুজ্জামান আসাদ, সেলিম হোসেন, সাইদুল ইসলাম, যুবদল নেতা রিংকু শেখ, জালাল হোসেন, মোক্তার প্রামানিক, মিঠুন হোসেন, পৌর যুবদল নেতা বেলাল খান, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথী, মোছা. মেনেকা পারভীন জনি, সুলতানা পারভীন মিষ্টি, মোছা. স্মৃতি আক্তার, কামরুন্নাহার মুক্তা উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দও কর্মসূচি গুলোতে উপস্থিত ছিলেন।

(এসকেকে/এএস/অক্টোবর ২৯, ২০২৫)