ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে পৃথকভাবে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন ও যুবদল নেতা আরিফুল হকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে বিশাল শোভাযাত্রাটি পৌরসভার বালিয়ার মোড় হতে শুরু হয়ে ফুলপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ফুলপুর বাসস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকিকুল বাছিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সুমা আক্তার জুঁই, ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক সিকদার, যুবদল নেতা আশিকুল হক মানিক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

অপরদিকে, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, যুবদল নেতা শাহজাহান সিরাজ, এবিএম আরিফুল ইসলাম, একেএম রাজিবুল হক ও সুমন-এরশাদের নেতৃত্বে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

(এসআই/এএস/অক্টোবর ২৯, ২০২৫)