‘নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে দেশে রাজনীতি চলবে না’
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহ সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলের যে জয় সেটি অত্যন্ত আনন্দের। সেখানে হিজাব, নিকাব পড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না সেটা সবাই বুঝে গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণদোনদরী এলাকায় গ্রামবাসীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভিপি জাহিদ আরও বলেন, নারী শিক্ষার্থীদের কটাক্ষ করে কিছু করার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ সবাই রুখে দাড়াবে। আমরা আশা করি পরবর্তীতে হিজাব নিকাব নিয়ে আর কেউ কটাক্ষ করবে না। দেশে ধর্ম, বর্ণ সবার মতপ্রকাশ করার সুযোগ রয়েছে তাই বলে কাউকে কটাক্ষ করে কিছু বলা উচিত নয়। তাছাড়া আমাদের দেশে যেন কোনো ধরনের অপসংস্কৃতি হতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখব। আমরা নির্বাচিত সবাই শপথগ্রহণ করেছি তবে সায়মা নামে এক বোনের মৃত্যু আমাদের মর্মাহত করেছে।
এলাকাবাসীর উদ্দেশ্য জাহিদ বলেন, আজকে আমাকে গ্রামবাসী এভাবে সংবর্ধনা দিচ্ছে সেটাতে আমি অত্যন্ত খুশি। আমি সবসময়ই এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করব। আমার জেলার শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে আমি তাদের কল্যাণে কাজ করবো।
দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ২৩টি পদের মধ্যে ২০টি পদে ছাত্রশিবির ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা জয়ী হয়। নির্বাচনে ভিপি পদে লড়েছিলেন নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ ছিলেন।
গত রোববার শপথগ্রহণ শেষে তিনি আজ নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিন দোনদরী গ্রামের নিজ বাড়িতে আসেন। সেখানে স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়েত ইসলামি নীলফামারী জেলা শাখার আমির অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফসহ জামায়াতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৫)
