মোহাম্মদ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সেবাপক্ষ উদযাপনে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সেবা মূলক কার্যক্রমকে আরো গতিশীল করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে সুবর্ণচরের চরবাটা খাসের হাট সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে সমাজের প্রায় সকল শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসব প্রতিনিধিগণের মধ্যে সৈকত সরকারি কলেজর সাবেক অধ্যক্ষ ও সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি অধ্যক্ষ মোনায়েম খান, সৈকত সরকারি কলেজর সহযোগী অধ্যাপক ও সাগরিকা সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অত্র সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমন, উপ-পরিচালক মাইক্রো ফিন্যান্স আলহাজ সামছুল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলী, মনিটরিং ও ডকুমেন্টেশন ম্যানেজার জামাল উদ্দিন সিদ্দিকী, এইচ আর ম্যানেজার হান্নান মোল্লা, একাউন্স অফিসার জাকারিয়া স্বপন, সিএমও মোহাম্মদ কেফায়েত উল্লাহ, এরিয়া ম্যানেজারবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ, নারী উদ্যোগতাগণ, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও উপকারভোগী নারী-পুরুষসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গণ শুনানীতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সকল কার্যক্রমের জবাব দিহিতা মূলক ইতিবৃত্ত তুলে ধরা হয় এবং সংস্থার কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শ সবিনয়ে গ্রহন করা হয়।

(এস/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)