মাদারীপুরে কেকের দোকানে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ে বেকহলিক নামে একটি কেকের দোকানে আগুন লেগে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার সকালে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস, স্থানীয় ও ক্ষতিগ্রস্থ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে সবাই চলে যান। সকাল সাড়ে ৯টার দিকে বেকহলিক নামের এই কেকের দোকানে স্থানীয়রা আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়াস সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানে থাকা ৩টি এসি, ২টি ফ্রিজ, কফি মেশিনসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জানায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কাজী দেলোয়ার হোসেন বলেন, সকালে তখনও দোকান খোলা হয়নি। ভিতরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ফোন দেন। পরে এসে দেখি এই অবস্থা। ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের আগেই দোকানের অনেক মুল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে করে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আমাদের হিমশিম খেতে হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)
