আমিনুল ইসলাম, শ্রীনগর : শ্রীনগরে নিজ উদ্যোগে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা মো. মমিন আলী। তিনি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ ০১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। 

আজ বুধবার সকালে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রীনগর সদর বাজার, চকবাজার, কাঠপট্টি, জেলা পরিষদ মার্কেট, উপজেলা রোডের ধানহাটা, ভাগ্যকুল রোড সহ আশপাশের এলাকায় এ লিফলেট বিতরণ করেন।

এসময় তাদের "তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন" স্লোগান দিতে শোনা যায়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আবু তাহের, মো: কফিল বেপারী, আবুল হোসেন তালুকদার, মো: সোহরাব হোসেন, মো: নজরুল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, মো: মান্নান হোসাইন, এনায়েত হোসেন, মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আবু বক্কর, মো: শহিদুল ইসলাম, মো: নুরুল আমিন দেওয়ান, মো: প্যারিস খান, মো: আলমগীর, সাধারণ সম্পাদক মোঃ স্বাধীন, মো: আহসান হাবিব, শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর সোবাহানসহ সদর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের কর্মী সমর্থকগণ।

(এআই/এসপি/অক্টোবর ২৯, ২০২৫)