ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রি-পেইড মিটার স্থাপনের প্রতিবাদে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ ও নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) ভবন ঘেরাও করে দিনভর প্রতিবাদ বিক্ষোভ করেছে ভুক্তভোগী সাধারণ মানুষ।  এলাকার শতশত নারী-পুরুষ   এ বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

বুধবার (২৯ অক্টোবর) ঈশ্বরদী সচেতন নগরবাসী ফোরামের আয়োজনে পৌর শহরের আলোবাগ মোড়ে নেসকো ভবনের সামনের সড়কে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ভুক্তভোগীরা। এতে ৪ ঘণ্টা সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় নানারকম স্লোগান দিয়ে নেসকোর প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ.ফ.ম রাজিবুল আলম ইভান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সংগঠক সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, সচেতন নগরবাসী ফোরামের সদস্য ইউনুস আলী ভাষা, মুস্তাকিন খান শামীম, কামাল হোসেন বিশ্বাস, সমন্বয়কারী রাগিব আহসান রিজভী, মশিউর রহমান নোমান, সুলতানা পারভীন ও সাবেক ছাত্রদল নেতা আয়নাল হোসেন প্রমুখ।

সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎ বিভাগের মন্ত্রী-আমলারা দুর্নীতি ও লুটপাটের উদ্দেশে সাধারণ মানুষের ওপর অবৈধ প্রিপেইড মিটার চাপিয়ে দিয়েছিল। প্রিপেইড মিটারের নামে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ ও ভ্যাট আদায়ের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এ অবৈধ মিটারে রিচার্জের পর গ্রাহকরা দেখতে পান না তার মিটারে কত টাকা আছে এবং কত টাকা প্রতি ইউনিট প্রতি কেটে নিচ্ছে। এ দেশের অধিকাংশ মানুষ নিম্নআয়ের। তারা বিদ্যুতের বিল এক মাস না দিতে পারলে পরের মাসে একসঙ্গে দিয়ে দেয়। কিন্তু প্রিপেইড মিটার বসানোর ফলে মিটারের ব্যালেন্স শেষ হলে বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এরমধ্যে ঈশ্বরদীতে যাদের প্রিপেইড মিটার দেওয়া হয়েছে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুর্ভোগের শিকার গ্রাহকরা আজকের এই বিক্ষোভে অংশ নিয়ে মিটার পরিবর্তনের দাবি জানাতে এসেছেন।

পরে নেসকোর (বিক্রয় ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী মো. আব্দুন নূরের জবাব চেয়ে তার কোনো রকম সাড়া না পেয়ে বিক্ষুব্ধরা কার্যালয়ের ভেতর মিছিল করতে করতে ঢুকে পড়েন। একপর্যায়ে তারা প্রকৌশলীর কক্ষে দরজা ধাক্কা দিয়ে সেখানে প্রবেশ করে ভাঙচুর ও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের তোপের মুখে অবশেষে নির্বাহী প্রকেীশলী আব্দুন নূর লিখিত ও মৌখিকভাবে প্রিপেইড মিটার বসানো স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেন । এছাড়াও ঈশ্বরদীতে এরআগে লাগানো সব প্রিপেইড মিটার নেসকো নিজ দায়িত্বে পাল্টে আগের মিটার লাগিয়ে দিবেন বলে প্রতিশ্রুতি দেন।

নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, আমরা আপনাদের অসুবিধার কথা বিবেচনা করে জনস্বার্থে আপাতত: প্রিপেইড মিটার বসানো বন্ধ ঘোষণা করছি। যে প্রিপেইড মিটারগুলো বসানো হয়েছে এগুলো আলোচনা সাপেক্ষে খুলে আনা হবে।

(এসকেকে/এএস/অক্টোবর ৩০, ২০২৫)