জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফরম পূরণ ও ফি বৃদ্ধির প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : “সংস্কার যদি টাকা হয়, সে সংস্কার শিক্ষার্থীর নয়” এই স্লোগানে অযৌক্তিক ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সরকারি কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে স্টুডেন্ট হেল্প অর্গানাইজেশন।
মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহান আল ইমাম, সাধারণ সম্পাদক আলী শিকদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ হাদি খান, ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাকিন বিল্লা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে অযৌক্তিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে যা শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষা হচ্ছে মৌলিক অধিকার, এখানে আর্থিক বাধা সৃষ্টি করে সাধারণ শিক্ষার্থীদের দূরে ঠেলে দেওয়া কাম্য নয়। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।
মানববন্ধনে গোপালগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে গোপালগঞ্জর সরকারি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবার স্মারকলিপি পেশ করা হয়।
(টিবি/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)
