শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও সার বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্প‌তিবার সকা‌লে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম।

দিনাজপু‌রে ২০২৫-২০২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজের বীজ ও ফস‌লের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়।

দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে কৃষি প্রণোদনা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী ভূ‌মি ক‌মিশনার বোরহান উদ্দিন, উপ‌জেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা শার‌মিন আখতার, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার সুরভী আক্তার, উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমূখ।

এ সময় দিনাজপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৭৭৫ জন কৃষকের মাঝে ২০ কেজি করে (বিএপি ও এমওপি সার) সার এবং ১ কেজি করে সরিষা বীজ উপহার দেয়া হয়।

(এসএস/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)