রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকের ডাঃ আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকেরা।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জিএম তরিকুল ইসলাম, সহকারি সার্জন ডাঃ মিলন হোসেন, উপ সহকারি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আজিজ ও ডাঃ শাকির হোসেন।

বক্তারা বলেন, কোন কারণ ছাড়াই মঙ্গলবার রাতে জরুরীবিভাগে দায়িত্বরত উপসহকারি মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আজিজের ওপর হামলা করে রোগীর স্বজনরা। এ ঘটনায় ডাঃ মিলন হোসেন বাদি হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা দিলেও কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে গত সড়ক দুর্ঘটনায় আহত তিন বছরের এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার কিছুক্ষণ পর পথিমধ্যে ওই শিশুটি মারা যায়। এতে ক্ষুব্ধ রোগীর স্বজনরা জরুরী বিভাগে কর্মরত ডাঃ আব্দুল আজিজের ওপর হামলা চালায়।

(আরকে/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)