একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলার পাংশা উপজেলার পাট্টা বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বাহের মোড় বাজার থেকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল বেড় করে।

সমাবেশে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম মুরাদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক আহবায়ক এ আর এম মাহামুদুল হক রোজেন, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: শওকত আলী সরদার ও কালুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনিচ মোল্লা।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ভেদাভেদ ভুলে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর পক্ষে কাজ করতে হবে। আগামী নির্বাচন প্রতিন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে। তাই সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। তাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচাল করতে ভেতরে ভেতরে কাজ করছে। তারা চায় অরাজকতা সৃষ্টি করে নির্বাচন স্থগিত।

(একে/এসপি/অক্টোবর ৩০, ২০২৫)