নড়াইলে ধান মাড়াই নিয়ে সংঘর্ষে আহত ৭, এলাকায় উত্তেজনা
 
			রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ধান মাড়াইকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে লোহাগড়ায় উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে ঘটে ।
আহতরা হলেন, নওশের মোল্যা গ্রুপের প্রিন্স শেখ (২৬) ও বিপুল মোল্যা (৪০) এবং মজিবর মেম্বার গ্রুপের রানা মোল্যা (৩০), রাসেল মোল্যা (৩০), রাফিন (১৬), সৌরভ (১৪) ও মিল্টন মোল্যা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়দিয়া–মঙ্গলপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নওশের মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মজিবর মেম্বার সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার দুপুরে ধান মাড়াইয়ের বিষয় নিয়ে নওশের মোল্যা পক্ষের বিপুল মোল্যা ও মজিবর মেম্বার পক্ষের মিল্টন মোল্যার মধ্যে ধান মাড়াইয়ের ধুলোবালি ঘরে ঢোকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, রামদা, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে বিপুল মোল্যা টেঁটাবিদ্ধ হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় বড়দিয়া ও মঙ্গলপুর এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(আরএম/এএস/অক্টোবর ৩০, ২০২৫)
