‘চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়া অপমানজনক’
 
			স্টাফ রিপোর্টার : গণভ্যুত্থান পরবর্তী সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়াকে হয়রানিমূলক ও অপমানজনক বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিলন বলেন, চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে বিদেশ যেতে না দেওয়া বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। যা ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে করেছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণে আমি অসম্মানিত হয়েছি।
বিদেশে চিকিৎসার জন্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও যাত্রায় বাধা দেওয়ার কারণ জানতে চান মিলন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দ্রুত এই ঘটনার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন।
নিজের সুনামের বিষয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমার নামে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের অভিযোগ নেই।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘নিষেধাজ্ঞা রয়েছে’ জানিয়ে তাকে আটকে দেয় বলে জানান বিএনপির এই নেতা।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)
