বিনোদন ডেস্ক : জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিটিভিতে। হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত পলিগঠিত, ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের এলাকা কুড়িগ্রামে। অনুষ্ঠানের শুরুতে থাকছে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য, পরিবেশন করেছেন স্থানীয় অর্ধশতাধিক শিল্পী। কোরিওগ্রাফি করেছেন এসকে জাহিদ, কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। হানিফ সংকেতের সুরে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

ভাওয়াইয়াসম্রাট আব্বাসউদ্দীনের গাওয়া ‘ও কি গাড়িয়াল ভাই’ নতুন করে গেয়েছেন সালমা আক্তার ও পূর্ণচন্দ্র রায়। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।

রয়েছে কুড়িগ্রাম জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা, মহারানি স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বাড়ি, বীরপ্রতীক তারামন বিবি, মুক্তিযুদ্ধে কুড়িগ্রাম, চিলমারী নদীবন্দরসহ বিভিন্ন বিষয়ের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

ভূপতি ভূষণ বর্মা ও তার শিক্ষার্থীরা একটি ভাওয়াইয়া গান পরিবেশন করেছেন। নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্ব ছাড়াও রয়েছে বেশ কিছু সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গনির্ভর তীক্ষ্ণ ও তীর্যক নাট্যাংশ।

‘ইত্যাদি’র উল্লেখযোগ্য শিল্পীরা হলেন- সোলায়মান খোকা, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, মুকিত জাকারিয়া, আমিন আজাদ, শাহেদ আলী, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, নিপু, আবু হেনা রনি, শাওন মজুমদার, সাবরিনা নিসা, জামিল হোসেন, রিমু রোজা খন্দকার, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, হানিফ পালোয়ান, নজরুল ইসলাম, সূচনা শিকদার, রাজীব সালেহীন, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)