স্টাফ রিপোর্টার : উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, জুলাই সনদের মাধ্যমে ঐকমত্য কমিশন ঐক্য বিনষ্ট করার চেষ্টা করেছে। তাদের দায়িত্ব ছিল সকল দলের মধ্যে ঐকমত্যের মাধ্যমে সুপারিশ করা, কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে। 

‘কমিশন একতরফা সুপারিশ করেছে। তারা একটি পক্ষকে খুশি করার চেষ্টা করেছে, যার সাথে দেশের বৃহৎ জনগোষ্ঠী একমত নয়। অবিলম্বে জুলাই সনদ সংশোধন করতে হবে। অন্যথায় সমস্যা সৃষ্টি হলে দায় দায়িত্ব প্রধান উপদেষ্টাকে নিতে হবে। কমিশন জুলাই সনদে যে জলিয়াতি করেছে জাতি তা সহ্য করবে না’।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৩০ অক্টোবর বিএনপির উদ্যোগে দক্ষিণ ফটিকছড়ি আজাদী বাজার ঈদগাঁ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য এস এম ইউসুফের সভাপতিত্বে ও জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মোসরাফুল আনোয়ার মশু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা আবছার আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা বজল, নাজির উদ্দিন।

বক্তব্য দেন মুনসুর আলম চৌধুরী, খালেদ মাহমুদ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মুনসুর, জালাল চৌধুরী, শাহারিয়ার চৌধুরী, নুরুল হুদা, মামুন সরোয়ার, জয়নাল, আবুল হোসেন মেম্বার, রহমত উল্লাহ কুতুবী, আহম্মদ সাফা, কাদের, তৌহিদ মেম্বার, সোলেমান, হাসেম, মহসিন, সেলিম, মন্নান চৌধুরী, মানিক, তারেক, নাছির, নূরুল আলম, রাশেদ, এমরান, নূরুল আলম, হালিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, এস এম মাহাফুজ, হাসান বাপ্পু, সবুজ, মামুন, রনি, বক্কর, জহির, বাবলা, নাছির, ফাহিম, মুরশেদ, তৌফিক, রুকন, সাকিব, সুজন, কাইজার, রিয়াজ, তারেক, নূর উদ্দিন প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)