‘জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না’
স্টাফ রিপোর্টার : এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের স্বাধীনতা ও সংগ্রাম রক্ষা করতে হবে। জুলাই সনদ যখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছিল, আমরা সনদে স্বাক্ষর করি নাই।
নাসির ভাই আজকে বলেছেন, সংসার যদি না-ই করবা, কবুল কেন বললা? কবুল যেহেতু বলেছেন, কাবিনে স্বাক্ষর করেছেন, আপনাকে সংসারও করতে হবে। সংসার না করলে জনগণের সামনে গিয়ে বলতে হবে, আমরা সংসারের জন্য প্রস্তুত নই। জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার লাকসাম বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, পুলিশকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। আগস্টের পর পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তা আলোর মুখ দেখে নাই।
সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি, এসপি ভাগাভাগি চলছে। এই রুটি ভাগাভাগি নিয়ে কেউ যদি নির্বাচনের দিকে যায়, আমরা জনগণকে নিয়ে শক্ত হাতে প্রতিহত করব। বিগত নির্বাচনে ডিসি, এসপি, ইউএনও, এসআই যারা নির্বাচনে রেফারির ভূমিকায় ছিল, তারা পরে গিয়ে খেলোয়াড় হয়ে গেছে। ভবিষ্যতে যেন এমন না হয়। আজকে যারা ব্যালটের বিরুদ্ধে, ভোটের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করুন। কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে।
তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গোপালগঞ্জ, বগুড়ার কেউ আলাদা সুবিধা পাবে না, কুমিল্লা নামের কারণে নিষ্পেষিত হবে না। সব জেলার মানুষ সমান সুবিধা পাবে।
এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
(ওএস/এএস/অক্টোবর ৩১, ২০২৫)
