রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার দিনব্যাপী লোহাগড়া ক্লাব হলরুমে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী লোহাগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৩১৫এ৩ এর সহযোগিতায় এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কর্মসূচির আওতায় রোগীদের চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো: কামরুজ্জামান কচি।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আশিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাব সদস্য লায়ন শেখ মাফুজুর রহমান জুয়েল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হিসাব রক্ষক কর্মকর্তা বদরুজ্জামান কদর, এবং ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ কার্যক্রমে চক্ষু বিশেষজ্ঞ ডা. সেলিম খাঁন, ডা. উম্মে সালমা উর্মি'র তত্ত্বাবধানে প্রায় তিন শতাধিক রোগীর চোখের পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ২৭ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমে
স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করে।

(আরএম/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)