গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর মহানগরের শিমুলতলী চত্বর নয়া পাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে। নিহত দিনাজপুর জেলার সাহাডুবি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মফিজুল ইসলাম (২৬)।
তিনি গাজীপুর মেট্রোপলিটন সদর থানার শিমুলতলী চারু চত্বর এলাকার স্থানীয় আব্দুর রউফের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে সঙ্গীসহ যাচ্ছিলেন মফিজুল ইসলাম। মোটরসাইকেলটি সদর থানার ২৪ নং ওয়ার্ডের চতর নয়াপাড়া বস্তির বায়তুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার ওপর পৌঁছালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা মফিজুলকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে মফিজুলের সঙ্গে থাকা মোটরসাইকেলের অন্য আরোহীসহ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(এস/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)
