একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মো: ফাহিম বিশ্বাস (১৩) প্রাইভেট পড়তে যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। 

গত মঙ্গলবার (৩৮ অক্টোবর) সকালে সাড়ে ৮ টার দিকে মৃগী ইউনিয়নের আড়কান্দি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ আছে।

নিখোঁজ মো: ফাহিম বিশ্বাস মৃগী ইউনিয়নের আড়কান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে। নিখোঁজের আগে ফাহিমের পরনে কালো চেক শার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিলো। তার গায়ের রং উজ্জ্বল ফার্সা, মুখোমন্ডল গোলাকার, লম্বা ৫ ফুট ৩ ইঞ্চি।

ফাহিম বিশ্বাসের চাচা মো: রাজু বিশ্বাস জানায়, প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ফাহিম।এরপর থেকে সে নিখোঁজ। ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফাহিম পড়তে আসেনি। পরে সহপাঠী ও স্বজনদের বাসায় খবর নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে গত বুধবার (২৯ অক্টোবর) কালুখালী থানায় নিখোঁজ ডায়েরি করছি।

(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)