নির্মল কুমার সাহা, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক হাজী আশরাফ উদ্দিন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পবিত্র জুমার নামাজ আদায় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিটি ওয়ার্ডে স্থানীয় মসজিদে মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করছেন, দোয়া চাচ্ছেন এবং এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করছেন। 

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার তিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকার পাক পাঞ্জাতন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেন, আজ পবিত্র জুমার দিন,গুনাহ মাফের দিন। আসুন, আমরা সবাই একে অপরের জন্য দোয়া করি,আল্লাহ যেন আমাদের মাফ করেন, আমাদের সুস্থতা দান করেন। আমি আজ আপনাদের মাঝে এসেছি দোয়া ও আশীর্বাদ নিতে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি একজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রার্থনা করছি।

তিনি আরও বলেন, আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, রাজনীতি করি না। আমি কারও কাছ থেকে কিছু নিতে আসিনি, বরং মানুষের পাশে থেকে সেবা করতে চাই। আমার উদ্দেশ্য নেতৃত্ব নয়, মানবসেবা। আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার মূল শক্তি। এ সময় হাজী আশরাফ উদ্দিন পাক পাঞ্জাতন জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। নামাজ শেষে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও জনসংযোগ করেন তিনি।

এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে মোগরাপাড়া ইউনিয়নকে একটি আধুনিক, শান্তিপূর্ণ ও সেবামূলক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য,ব্যবসায়ী ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

(এনএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৫)