আত্মবিশ্বাসে সাবলম্বী হওয়ার মুক্ত মঞ্চ ‘আপরাজিতা’র মিটআপ অনুষ্ঠিত

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : ‘আত্মবিশ্বাসে সাবলম্বী হই আমরা আপরাজিতা’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘আপরাজিতা’ এর মিটআপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র উদ্যোক্তাদের সমন্বয়ে এই অনুষ্ঠানে ১০৮ জন সদস্যের গ্রুপটি তাদের পথচলার নতুন বার্তা ব্যক্ত করেন।
২০২৩ সালে ১০৮ জন উদ্যোক্তা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ‘আপরাজিতা’। এবারের মিটআপে ৪ জন গ্রুপ মডারেটরসহ ১০৮ জন গ্রুপ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। মিটআপে উপস্থিত মডারেটরদের মধ্যে ছিলেন, সোহেলি’স কিচেনের স্বত্তাধিকারী সোহেলি পারভীন,সাজিয়া এক্সক্লুসিভ কেকের সাজিয়া আফরিন টুম্পা, তিন্নির রান্নাঘরের মাহবুবা সুলতানা তিন্নি, বেকিং হাউজ যশোরের ফারজানা ইয়াসমিন মিরা, বেকিং এন্ড মোরের সৈয়দা শারমিন সুলতানা।
গ্রুপ মডারেটর মাহবুবা সুলতানা তিন্নি জানান, দুই বছর পূর্তি উপলক্ষে গ্রুপের সদস্যরা একসাথে মিলিত হয়েছেন। তিনি আরও বলেন, তাদের এই গ্রুপের উদ্যোক্তারা এখনও মাসিক ১২শত এরও বেশি অর্ডার সফলভাবে ডেলিভারি দিয়ে থাকেন। মূলত বাসায় তৈরি মানসম্মত খাবার বিক্রি করাই তাদের প্রধান উদ্যোগ। অনলাইন অর্ডারের মাধ্যমে তাদের তৈরি কেক, পিঠা, দুপুরের খাবার এবং নাস্তা সবচেয়ে বেশি বিক্রি হয়। এই একসাথে মিলিত হওয়ার লক্ষ্য হলো নিজেদের মধ্যেকার সম্পর্ককে আরও গভীর করা এবং অভিজ্ঞতা বিনিময় করা।
আরেক মডারেটর সোহেলি পারভীন বলেন, সংসারের কাজের পাশাপাশি আমরা নিজেদের তৈরি খাবার বিক্রি করি। এই কাজের মাধ্যমে আমরা নারীরা পুরুষের পাশাপাশি সংসারে বাড়তি আয়ের সুযোগ তৈরি করতে পেরেছি। আমরা যারা আজ মিলিত হয়েছি, সবাই মিলে আগামীতে আরও ভালো কিছু করার প্রত্যাশা রাখি।
মিটআপে আগত সদস্যরা নিজের হাতে তৈরি বিভিন্ন ধরণের পিঠা, কেক, রোল, নাড়ু, প্যাটিসসহ বাহারি খাবারের এক মনোমুগ্ধকর পসরা সাজিয়ে রাখেন। এসময় উদ্যোক্তারা একে অপরের খাবার তৈরির পদ্ধতি (রেসিপি) বিনিময় করেন এবং তৈরি খাবারের স্বাদ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে, সেরা বিক্রেতাদের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা ক্রেস প্রদান করা হয়। এই মিলনমেলা নারী উদ্যোক্তাদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবং তাদের উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।
(এসএমএ/ এএস/নভেম্বর ০১, ২০২৫)