প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালেন প্রবাসী আকবর হোসেন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে হুইল চেয়ার দিয়ে প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটালেন সুবর্ণচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, প্রবাসী হাজী আকবর হোসেন ওরফে আকবর ডুবাই ওয়ালা।
আজ শনিবার ওয়াপদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ধানের শীষ গ্রামের মোহাম্মপুর সমাজ হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রবাসী হাজী আকবর হোসেনের পক্ষে হুইল চেয়ার বিতরণ করেন তার পুত্র নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর সমাজের সাবেক সাধারন সম্পাদক বেলাল হোসেন, বিশিষ্ঠ সমাজ সেবক ও রাজনীতিবীদ জসিম উদ্দিন, আব্দুস সাত্তার, মোঃ মোমিনুল হক, নুর মোহাম্মদ, মোয়াজ্জেম হোসেন, সফি আলম, মোঃ সিরাজুল হক সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
চেয়ার পেয়ে খুশিতে আত্নহারা মাইন উদ্দিন এবং সাহারাজ বলেন, আমরা দীর্ঘদিন অনেক কস্টে জীবন পার করছি এই চেয়ারটি পেয়ে এখন আমাদের চলার ব্যবস্থা হলো, আমরা আকবর ভাইয়ের জন্য দোয়া করি
হাজী আকবর হোসেন ইতিপূর্বে অসহায় কয়েকটি পরিবারকে ঘর নির্মান করে দিয়েছেন, গরীব মেয়েদের বিয়ের খরচ, মেধাবী শিক্ষার্থীদের পড়া লেখার খরচ, সুপিয় পানির জন্য একাধিক গভীর নলকুপ স্থাপন, অসহায় হতদরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতাসহ এলাকায় নানা সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন।
এলাকাবাসী বলেন, সুবর্ণচরে অনেক বিত্তশালী মানুষ আছেন, সকলে যদি আকবর ভাইয়ের মত এগিয়ে আসে তাহলে আমাদের সমাজে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে, মানুষগুলো আর কস্ট করতে হবেনা
(এস/এসপি/নভেম্বর ০১, ২০২৫)
