সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে অসহায় ও অস্বচ্ছ পরিবারের মাঝে ৯টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে। উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আইয়ুবীর সহযোগিতা ও উদ্যোগে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

টিউবওয়েল বিতরণকালে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। তিনি জানান, টিউবওয়েল স্থাপনের যাবতীয় খরচ তাঁরা নিজেরাই বহন করবেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ০১, ২০২৫)