দিনাজপুরে এসএসসি প্লাটফর্ম ‘সারা বাংলা ৮৮’ মিলন মেলা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : ‘সারা বাংলা ৮৮, সুখে-দুঃখে পাশাপাশি’ এই শ্লোগানে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ৮৮ ব্যাচের বনভোজন ও মিলিন মেলা ২০২৫।
আজ শনিবার দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এসএসসি সারা বাংলা ৮৮ প্যানেল-দিনাজপুরের আয়োজনে এ অনুষ্ঠানে দিনাজপুরের ১৩ উপজেলাসহ রংপুর বিভাগের প্রায় দুই শতাধিক ৮৮ বন্ধু এই অনুষ্ঠানে অংশ নেয়।
এসএসসি বন্ধুদের অন্যতম বৃহৎ প্লাটফর্ম ' সারা বাংলা ৮৮' প্যানেল দিনাজপুরের আয়োজনে ছিলো বনভোজন, নাচ, গান, সেলফি আড্ডা, সাংগঠনিক সাফল্যে সম্মাননা ক্রেস প্রদানসহ নানা বিনোদনের পাশাপাশি, পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মানবতা সেবায় হুইল চেয়ার বিতরণ।
অনুষ্ঠানে সারা বাংলা ৮৮ দিনাজপুর প্যানেল কো-অর্ডিনেটর সৈয়দ আজাদুর রহমান বিপু, মোস্তাফিজ মানিক, হিরন, জাহিদুর, শাহ্ আলম শাহীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
(এসএস/এসপি/নভেম্বর ০১, ২০২৫)
