চপল রায়, ভোলা : ভোলায় বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিকসহ উভয় দলের প্রায় ২৫ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। আজ শনিবার দুপুরে শহরের নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির একদল নেতাকর্মী বিজেপি কার্যালয়ের সামনে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিকভাবে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। পরে বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে ক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করে অন্যত্র সরিয়ে নেন।

এ ঘটনার প্রেক্ষিতে বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটির নেতারা অভিযোগ করে বলেন, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণ মিছিল চলাকালে বিজেপি নেতাকর্মীরা হামলা চালায়।

জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ করে বিজেপির নেতাকর্মীরা ককটেল বোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। বড়সড় সংঘর্ষ এড়াতে আমি নিজেই দায়িত্ব নিয়ে সবাইকে সরিয়ে আনি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী, কিন্তু সরকারপন্থি একটি মহল পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।

অন্যদিকে, জেলা বিজেপির নেতারা পাল্টা অভিযোগ করে বলেন, তাদের শান্তিপূর্ণ আলোচনা সভায় বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানিতে অতর্কিত হামলা চালায়, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কার্যালয় ভাঙচুর করে। এতে তাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি–বিজেপির ঐক্য নষ্ট করতেই বিএনপির কিছু অতিউৎসাহী নেতাকর্মী ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে বলে দাবি বিজেপি নেতাদের।

এদিকে, সংঘর্ষের ঘটনায় পুরো শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ডিবি পুলিশের অতিরিক্ত টিম মোতায়েন করা হয়েছে।

(সিআর/এসপি/নভেম্বর ০১, ২০২৫)