শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ও প্রকৌশলী নিহত
শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলীসহ দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামের মেহজাবিন (৯) রাস্তা পারাপারের সময় অটোরিক্সা চাপায় ঘটনাস্থলে নিহত হয়।
নিহত মেহজাবিন কবুতর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ও ঐ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অপরদিকে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে শ্রীনগর উপজেলার দামলার ওয়াসা রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় শামীম রেজা (৩৬) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। সে লৌহজংয়ের যষলদিয়া ওয়াসা প্ল্যান্টে কর্মরত ছিলেন।
প্রতিদিনের মতো কাজ শেষে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনায় নিহত হন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা জানান, কোন অভিযোগ না থাকার কারণে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
(এআই/এএস/নভেম্বর ০২, ২০২৫)
