চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধ সোঁতিবাধ অপসারণ করছেন উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার দিনব্যাপী উপজেলা সিনিয়র মৎস্য দপ্তরের আয়োজন অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়ন ইউনিয়নের ডিকসি বিলে অবৈধভাবে সৌঁতিবাধ দিয়ে পানি প্রবাহে বাঁধা সৃষ্টি করে মাছ শিকার করছেন কিছু অবৈধ মৎস্য শিকারী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা সৌঁতিবাধ অপসারণ করে সোঁতিতে ব্যবহৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব আহসান হাবিব ও থানা পুলিশও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫৯ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ডিকসির বিলে অবৈধ সোঁতিবাঁধ অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ সোঁতিবাঁধের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। অবৈধভাবে সৌতিবাধ দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০ টির ও বেশি সোঁতিবাধ অপসারণ করছেন চাটমোহর উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য কর্মকর্তা। কিন্ত পুনরায় সোঁতি বাঁধ নির্মাণ করে।

(এসএইচ/এসপি/নভেম্বর ০২, ২০২৫)