নাটোর প্রতিনিধি : নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের মধ্যে বাংলাদেশ হবে অন্যতম রোল মডেল।

তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশে সাধারণ মানুষের বসবাসের অনুপোযোগী হয়ে পড়েছিল। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সেই নৈরাজ্য, সন্ত্রাস নেই, জেএমবি ও বাংলা ভাইয়ের মত সন্ত্রাসী আর নেই, দুর্নীতিও নেই। এখন দেশের মানুষ নির্বিঘ্নে চলাচল ও শান্তিতে বসবাস করছে। ক্ষুধা আর দারিদ্রমুক্ত দেশ হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বর্হিবিশ্ব থেকেও সরকারকে নানা ভাবে সহায়তা করছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে।

তিনি আরো বলেন, সরকার দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।

বুধবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক সামসুল ইসলাম, শ্রমিকলীগ নেতা সৈয়দ মর্তুজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী মন্ডল, সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম ফিরোজ, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না আহমেদ, নলডাঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন প্রমুখ।

শেষে সংসদ সদস্য উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এমআর/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)