সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির মিডিয়া সমন্বয়কারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়োজিত উপজেলা বিএনপির মিডিয়া সমন্বয়কারী
অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান। মতবিনিময় সভায় সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও দলীয়
কর্মপরিকল্পনা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সভাপতিত্ব করেন।

সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীমের পরিচালনায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সনজিব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আ. কাইয়ুম, দৈনিক সংবাদের সমীর বনিক, দৈনিক আজকের পত্রিকার আনিসুল ইসলাম, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, আমাদের সময়ের মাহাবুর রহমান, শাপলা টিভির সম্পাদক হাবিবুর রহমান, দেশ রূপান্তর প্রতিনিধি তপন বিশ্বাস, সাংবাদিক জাহাঙ্গীর আলম, সাংবাদিক উত্তম কুমার দাস, বিএনপি নেতা আবুল হোসেন ও মিজানুর রহমান প্রমুখ।

(এসকেডি/এসপি/নভেম্বর ০২, ২০২৫)