ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় টেকাব প্রকল্প ২য় পর্যায়ের ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। 

আজ রবিবার উপজেলা পরিষদ চত্বরে দুইমাস মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (যুব অনুবিভাগ) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হলে তথ্য প্রযুক্তি জ্ঞানে যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সরকার যুব সমাজকে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের কর্মসূচী গ্রহণ করেছে। এ প্রশিক্ষণ কাজে লাগিয়ে যুব সমাজ স্বাবলম্বি হতে পারবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপ-পরিচালক হারুন- অর-রশীদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার মাহমুদুল হাসান মুরাদ।

(এন/এসপি/নভেম্বর ০২, ২০২৫)