ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য খায়রুল গ্রুপের কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ। রবিবার (০২ নভেম্বর) বিকালে স্বপ্নদ্বীপ রিসোর্ট সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান। খেলার উদ্বোধন করেন জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ কৃষি গবেষনা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ড. মনোয়ার করিম খান।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাংবাদিক হাসানুজ্জামান, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহবুবুল হক, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ঈশ্বরদী থানার উপ পরিদর্শক আতাউল ইসলাম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন প্রমুখ।

এসময় আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। কোন কিছুতেই মন বসেনা, এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। তাই কর্মচারীদের মনোবল দৃঢ় করতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্যই খায়রুল গ্রুপ এই খেলার আয়োজন করেছে।

ফাইনাল খেলায় খায়রুল এগ্রোফুড স্বপ্নদ্বীপ রিসোর্টকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য , এই ক্রিকেট প্রিমিয়ার লীগে খায়রুল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা অংশগ্রহণ করেন।

(এসকেকে/এএস/নভেম্বর ০৩, ২০২৫)