বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় ধারালো অস্ত্র নিয়ে মহরাকালে থানা-পুলিশ একজনকে আটক করে। গত ১ অক্টোবর রাতে পৌরসভার গড়ফতেপুর জিল্লুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন এ ঘটনা ঘটে। 

আটককৃত হলেন- উপজেলার পাতিলাকুড়া গ্ৰামের মৃত আবুল কালাম আজাদ এর ছেলে মোঃ অপু মিয়া (৩৫)।

পুলিশ জানায়, পাতিলাকুড়া গ্ৰামের অপু মিয়া রাস্তায় দেশীয় অস্ত্র (ধারালো হাঁসুয়া) সহ রাত্রিতে অসৎ উদ্দেশ্যে মহড়া দেয়। এতে করে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে ওই রাতেই অস্ত্র সহ অপু মিয়াকে আটক করে থানায় আনে। পরে পুলিশ অপুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

এদিকে নাবালিকা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলা একজনকে গ্ৰেফতার সহ অন্য মামলার ওয়ারেন্ট ভুক্ত এক জনকে অভিযান চালিয়ে পুলিশ গ্ৰেফতার করে। ধর্ষন এর চেষ্টা মামলায় আসামি হলেন উপজেলার গনসার পাড়া গ্ৰামের মৃত আফজাল হোসেন এর ছেলে মোঃ ডাবলু মিয়া (৫৫) এবং ওয়ারেন্টভুক্ত মামলায় আসামি হলেন- পাকুল্লার মোঃ শমসের আলী প্রাং এর ছেলে মোঃ রাসেল প্রাং (৩০)।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবির তাদের গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার গ্ৰেফতারকৃতদের পুলিশের পাহাড়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএস/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)