ভৈরবে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরব বাজার প্রধান প্রবেশ মুখে যানজট নিরসনে সড়ক দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাস্তা দখল করে রাখা মালপত্র পিকআপে উঠিয়ে নিয়ে যায় পৌর প্রশাসনের কর্মীরা।
এসময় উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক।
উচ্ছেদ অভিযানে সহায়তা করেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বলেন, দীর্ঘদিন যাবত পৌরসভার রাস্তা দখল করে রেখেছে রাস্তার পাশে থাকা দোকানিরা। এতে তারা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পৌরসভার পক্ষ থেকে একাধিকবার মাইকিং করে ও প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তারা এসে সতর্ক করেছে। দোকানিদের পার্মানেন্ট স্থাপনা থাকার পরও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছে। ফুটপাত ও সড়ক দখল করে কোনও স্থাপনা বসানো আইনানুগ অপরাধ। প্রশাসের কথা কর্ণপাত না করায় আজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় তিনি ভৈরবের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এসএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)
