বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের জন্য শুভকামনা জানিয়েছেন জাকারিয়া পিন্টু
ঈশ্বরদী প্রতিনিধি : পাবনা-৪ আসনে বিএনপি'র মনোনীত প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবের নাম ঘোষণার পর শুভকামনা জানিয়েছেন অপর মনোনয়ন প্রত্যাশী পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. জাকারিয়া পিন্টু।
ফেসবুকে স্ট্যাটাসে জাকারিয়া পিন্টু বলেন, আমার প্রাণপ্রিয় ঈশ্বরদী-আটঘরিয়ার সকল স্তরের জনগণ এবং দলের নেতা কর্মী। আসসালামু আলাইকুম। মনে রাখবেন আমরা প্রতিযোগিতায় ছিলাম কোন প্রতিহিংসায় নয়। অতএব দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আর আমার আশা এবং বিশ্বাস আপনারা নিশ্চয়ই কেউ হতাশ অথবা কষ্ট পাবেন না। বিগত এই কয়টি মাস দল এবং আমার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এরজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ।
তিনি বলেন, প্রিয় সহযোদ্ধা ভাই-বন্ধু-নেতাকর্মী দলের বৃহত্তর স্বার্থে যেমন ঐক্যবদ্ধ ছিলাম: আমরা আগামীতেও থাকবো ইনশাল্লাহ। আমরা সবাই মিলে দলের জন্য কাজ করবো। হাবিব ভাইয়ের জন্য শুভকামনা রইল।
(এসকেকে/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)
