বগুড়া প্রতিনিধি : বাংলাদেশের বেশিরভাগ প্রতিষ্ঠান ও সরকারী দপ্তর কম্পিউটারাইজ করা হলেও সবচেয়ে দূর্নীতিগ্রস্থ ভূমি অফিস আজও কম্পিউটারাইজ করা হয়নি। ভূমি অফিস সংশ্লিষ্টরা সহজে দূর্নীতি করার স্বার্থেই কম্পিউটারাইজ চায় না। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের গুরুত্ব বোঝাতে গিয়ে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা একথা বলেন। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে “উন্নয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের গুরুত্ব ও বর্তমান চিত্র” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়।

ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) ও সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)’র সহযোগিতায় সংলাপটি আয়োজন করে স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম (এলজিজেএফ) বগুড়া জেলা কমিটি। এলজিজেএফ রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো চিফ লিমন বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও দৈনিক উত্তরের খবর পত্রিকার সম্পাদক আব্দুস সালাম বাবু। এলজিজেএফ বগুড়া জেলার সাধারণ সম্পাদক ফরহাদ শাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য দেন এমএমসি’র বাস্তবায়নাধীন সিটিজেনস্ ভয়েস ফর ইম্প্রুভড লোকাল পাবলিক সার্ভিসেস (সিভিআইপিএস) প্রকল্পের ট্রেনিং অফিসার আরিফুল ইসলাম নয়ন। সংলাপে আলোচ্য বিষয়ের উপর বক্তব্য দেন ফাঁপর ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন, শাখারিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য রাশেদা বেগম ও দৈনিক বগুড়া পত্রিকার ধুনট প্রতিনিধি আমিনুল ইসলাম শ্রাবণ। আরো উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, দৈনিক উত্তরের খবর পত্রিকার নির্বাহি সম্পাদক সাজেদুর রহমান সিজু, বণিক বার্তার প্রতিনিধি এইচ আলিম, দৈনিক বাংলা বুলেটিন পত্রিকার ষ্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ সহ সাংবাদিক এবং ইউনিয়ন পরিষদের পুরুষ ও নারী সদস্যবৃন্দ।প্রধান অতিথি আলী আজগর তালুকদার হেনা সহ বক্তারা দেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমান সক্রিয় না হওয়ার জন্য ইন্টারনেটের শ্লথ গতি, উদ্যোক্তাদের চাকুরী স্থায়ী না হওয়া এবং যে সব ইউনিয়নের নিজস্ব বিল্ডিং নাই তাদের ডিজিটাল সেন্টারের নিজস্ব রুম না থাকাকে দায়ী করেন। এবং তারা এই সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সাংবাদিকদের লেখার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে অনুরোধ করেন।

(এএসবি/পি/ডিসেম্বর ১৭, ২০১৪)