শাহ্ আলম শাহী, দিনাজপুর : আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩ সদর আসনে প্রথমবারের মতো প্রার্থীতা ঘোষণা করায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দান থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমন্বয়ে মটর সাইকেল, পিকআপসহ শোভাযাত্রা ও আনন্দ মিছিলটি বের হয়। দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।

দিনাজপুর-সদরয-৩ আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় এর আগে সোমবার রাতেও মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

মূলত, দিনাজপুর সদর-৩ আসন ছিল তাঁর বড় বোন প্রয়াত খুরশীদ জাহান হকের সংসদীয় আসন। এবার খালেদা জিয়া প্রার্থী হওয়ার খবর শোনার পর জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে। জেলা বিএনপির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

(এসএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)